
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার শুধু গানই নয়, তার ফ্যাশন সেন্সও মুগ্ধ করে সবাইকে।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুনা লায়লা জানান, তিনি কখনোই দামি পোশাকের পেছনে ছোটেননি। বরং সাধারণ পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
রুনা লায়লা বলেন, “আমি কখনো ৪০-৫০ হাজার টাকার শাড়ি কিনিনি। অযথা টাকা নষ্ট করা আমার পছন্দ নয়। আমি কম দামে কাপড় কিনে সেই টাকা অন্যদের সাহায্য করতে পারলেই আনন্দ পাই।”
তিনি তার একটি মজার স্মৃতি শেয়ার করে বলেন, “আমার মেয়ে তানির বাগদানের অনুষ্ঠানে আমি একটি শাড়ি পরেছিলাম। সবাই দেখে বলল, শাড়িটি খুব সুন্দর, নিশ্চয়ই খুব দামি। আমি বললাম, দামি নয়। সবাই জানতে চাইল, কত দাম? আমি বললাম, ১৫০০ রুপি। দাম শুনে সবাই অবাক হয়ে বলল, এটা হতেই পারে না! দেখে মনে হচ্ছে ১৫ হাজার টাকার শাড়ি।”
রুনা লায়লার এই ফ্যাশন সেন্স দেখে কলকাতার প্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষও মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেন, “স্টার জলসার একটি অনুষ্ঠানে ঋতুপর্ণ ঘোষ আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমার ফ্যাশন স্টাইল কীভাবে তৈরি হয়। আমি বলেছিলাম, এটা আমি সচেতনভাবে করিনি। আমি সাধারণ পোশাকই পরি।”