
কুমিল্লা-৬ আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, আমরা এমন কুমিল্লা গড়তে চাই যে কুমিল্লায় কেউ দ্বিতীয় শ্রেণির নাগরিক হবে না—সকলেই নাগরিক হয়ে উঠবে, নায্যতার ভিত্তিতে ভোগ করবে সমান নাগরিক অধিকার
আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৬ আসনের সকল প্রার্থীকে নিয়ে “জনতার মুখোমুখি” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইনসাফভিত্তিক ও সততার উপরে দাঁড়িয়ে সুশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে তিনি তুলে ধরেন একটি আধুনিক কুমিল্লা গড়ার সুস্পষ্ট রূপরেখা, যেখানে থাকবে সুশাসন, সাম্য ও জবাবদিহিতা, যেখানে উন্নয়ন হবে পরিকল্পিত, আর রাষ্ট্র হবে সত্যিকার অর্থেই জনগণের। এই কণ্ঠ কোনো প্রতিশ্রুতির নয়— এই কণ্ঠ পরিবর্তনের আহ্বান।








