ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

আবু সাঈদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

আবু সাঈদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন
আবু সাঈদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন। ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, জুলাই বিপ্লবের মূল মূল মধ্যমণি শহীদ আবু সাঈদ সহ সারাদেশের যত শহীদ রয়েছে, সারাদেশের যত পুঙ্গুত্ববরণকারী রয়েছে সুদীর্ঘ সাড়ে চার মাস পেয়ে গেল এখনো আমরা সঠিক তাদের সঠিক বিচার পাইনি।

শহীদ এবং পুঙ্গুত্ব বরণ কারীর পরিবারেরা আহাজারি করছে, শহীদের আত্মারা এখনো কবরে কষ্ট পাচ্ছে কিন্তু খুনিরা লাগামহীন ভাবে সারাদেশে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে অনায়াসে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের কুলাঙ্গার মশিউর ও আসাদ মন্ডলকে গ্রেফতার করা হয়নি, বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মচারী-কর্মকর্তারা, পুলিশ- প্রশাসন যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়নি।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন,আমরা আবু সাঈদ হত্যার মামলা নিয়ে কোনো টালবাহানা মেনে নেব না, আবু সাঈদ হত্যা মামলায় কোন ধরনের শুভংকরের ফাঁকি দেখতে চাই না, সকল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের নির্দেশদদাতা অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।

যদি কোন অনতিবিলম্বে বিচার কাজ সামনে অগ্রসর করা না হয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করব।