আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার থামছেই না। আবারও ভারতে পাচারকালে কুমিল্লা থেকে ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকালে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চানপুর ব্রিজ এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেলে বিজিবির কটকবাজার বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সদর উপজেলার চাঁনপুর ব্রিজ নামক স্থান থেকে মালিকবিহীন ৩৫টি বাক্সভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়। যার পরিমাণ ৮৫০ কেজি এবং বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা।
এতে আরও বলা হয়, ইলিশ গুলো জব্দ করার পর সেগুলো নিলামে বিক্রি করে বিজিবির বিধি অনুযায়ী সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে। সীমান্ত চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।