
বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। তাদের প্রেম, বিচ্ছেদ এবং পরবর্তীকালে তিক্ত সম্পর্ক নিয়ে একসময় বেশ আলোচনা হয়েছিল। তবে সময় বদলেছে, দুজনেই এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। রণবীরের জীবনে এসেছেন আলিয়া ভাট, এবং দীপিকার জীবনে রণবীর সিং।
কিন্তু হঠাৎ করেই বলিউডের বাতাসে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, রণবীর ও দীপিকা আবার ঘনিষ্ঠ হয়েছেন, এবং এই খবর নাকি আলিয়াও জানেন। এমনকি, আলিয়ার চোখের সামনেই নাকি এসব ঘটছে!
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সঞ্জয় লীলা বানসালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর ও দীপিকা একসঙ্গে কাজ করছেন। আর এই ছবিতে নাকি তাদের মধ্যে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে।
সূত্রের খবর, এই ছবিতে দীপিকাকে রণবীরের বিপরীতে ৪০ মিনিটের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তাদের কিছু ঘনিষ্ঠ দৃশ্য থাকবে, যা দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে।
তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত দীপিকা বা তার পক্ষের কেউ কোনো মন্তব্য করেননি। এবং শোনা যাচ্ছে, অভিনেত্রী এখনও এই ছবির চুক্তিপত্রে স্বাক্ষর করেননি।
প্রসঙ্গত, এর আগে ‘গেহরাইয়া’ ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দীপিকার ঘনিষ্ঠ দৃশ্য বেশ আলোচিত হয়েছিল। তবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে নাকি তার চেয়েও সাহসী দৃশ্যে দেখা যাবে দীপিকাকে।