সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

আপনার যদি ‘বয়ফ্রেন্ড’ থাকে তাকে আজ কি উপহার দিচ্ছেন?

If you have a 'boyfriend', what are you giving him today?
আপনার যদি ‘বয়ফ্রেন্ড’ থাকে তাকে আজ কি উপহার দিচ্ছেন?। ছবি: সংগৃহীত

বিশ্বে নানারকম দিবস আছে। তার মধ্যে আবার কিছু দিবস হলো একটি বিচিত্র রকমের। এই যেমন আজ ৩ অক্টোবর “বয়ফ্রেন্ড ডে’ বা “প্রেমিক দিবস’।

বিশ্বের নানা দিবসের দিক দিয়ে পুরুষরা অনেকটাই অবহেলিত! ডেইজ অফ দ্য ইয়ার বলছে, আপনি কি জানেন কে যথেষ্ট স্বীকৃতি পায় না? এর উত্তর হবে বয়ফ্রেন্ড। স্ত্রী দিবস আছে, গার্লফ্রেন্ড দিবস আছে, আছে মা দিবস, নারী দিবস- তবে পুরুষকে স্বীকৃতি দেয়ার দিবস যা আছে, তা খুব কমই। দিবসের উপলক্ষে হলেও তাই তাকে প্রশংসা করুন। আজকের দিনটায় তাকে স্বীকৃতি দিন।

আশ্বিন মাসের মাঝামাঝি সময় এখন, চৈত্র আসতে ঢের দেরি। তবু কেউ এমন দিনে আনমনে বলে উঠতে পারেন, ‘প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস/তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।’

প্রেম-ভালোবাসায় বোধহয় সর্বনাশের কিছু নেই, কিন্তু এই ‘বোধহয়’ নিয়েও অবশ্য আছে সংশয়। এত সংশয়, এত সংকট, এত ভেদরেখার পরও এ পৃথিবীতে ‘এক রকম’ দুটি মন এক হচ্ছে, এক হচ্ছে তাদের চাওয়া পাওয়া। প্রেমিক হয়ে উঠছে পুরুষ, প্রেমিকা রুপ নিয়ে সামনে আসছে নারী। সময়ের পরিক্রমায় সে সম্পর্কের নাম ঠিক করা হয়েছে ‘গার্লফ্রেন্ড’, ‘বয়ফ্রেন্ড’।

আসলে এই দিবসের উৎপত্তি ঘটিয়েছে ইন্টারনেট। যদিও এই গুরুত্বপূর্ণ দিনটির সূচনা কে বা কারা করেছেন তা জানা যায়নি। বয়ফ্রেন্ড ডে ২০২০ সাল থেকে অফিসিয়ালি পালিত হচ্ছে। প্রতিবছরের অক্টোবরের ৩ তারিখ পালিত হচ্ছে ন্যাশনাল বয়ফ্রেন্ড ডে। বর্তমানে এই দিবসের জনপ্রিয়তা বিশ্বব্যাপী বাড়ছে।

আজকের এ দিনে আপনি ছোট্ট একটি উপহার তুলে দিতে পারেন। দিতে পারেন বই, ডায়েরি, মগ- এসব উপহার। চাইলে তাতে কিছু খোদাই করেও দিতে পারেন। এছাড়া তাকে পারফিউম দিতে পারেন, ঘড়ি দিতে পারেন- আপনার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। দেখবেন তিনি খুশি হবেন। এই খুশিটাই তো আসল, উপহার কত বড় সেটা তো আপেক্ষিক।

প্রতিবেদন বলছে, ঐতিহ্যগতভাবে নারীদেরই দেয়া হয় অধিক মনোযোগ, এই যেমন ভ্যালেন্টাইনস ডে-তে অধিকাংশ ক্ষেত্রেই প্রেমিক মুগ্ধ করেন প্রেমিকাকে। তবে তাদেরকেও মুগ্ধ করার ক্ষণ বের করা দরকার প্রেমিকাদের। আজকে হতে পারে সেইদিন।