এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

আড়াই মাস পর খুললো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

The central office of BNP opened after two and a half months
ছবি: সংগৃহীত

আড়াই মাস পর খুললো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে প্রধান ফটকের তালা ভেঙে কার্যালয়ে অবস্থান নিয়েছেন।

বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। মূলত, এ কর্মসূচি মধ্য দিয়ে আবারো দলের প্রধান কার্যালয় উন্মুক্ত করা হচ্ছে।
সম্প্রতি গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার নয়াপল্টনের কার্যালয়ের তালা খোলা হচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২৮শে অক্টোবর নয়াপল্টনে  বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘাতের পর দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এরপর থেকে তালাবদ্ধ ছিলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।