সোমবার ১১ আগস্ট, ২০২৫

‎আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার: ড. মোবারক হোসাইন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎‎‎আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার: ড. মোবারক হোসাইন/ছবি: প্রতিনিধি

‎আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও জাতির কর্ণধার। একটি জাতির রাতারাতি বদলে যাওয়ার শক্তিশালী হাতিয়ার হলো ভালো মেধাসম্পন্ন শিক্ষিত জনগোষ্ঠী। মানুষের মত মানুষ হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।

রবিবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “শিদলাই খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা আলিম মাদ্রাসার” আলিম স্তরের পাঠদান ও উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থীরাই আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলবে। সেজন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও সঠিকভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাহমুদা আক্তার। নাতে-রাসূল পরিবেশন করেন মাহিনুর আক্তার। এতে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রাজ্জাক এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলমগীর সরকার, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল বারী, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।

এসময় প্রভাষক মো. রেজাউল করিম, মো. জাহাঙ্গীর আলম মেম্বার, মাদ্রাসার সহ-সুপার মোঃ নাছির উদ্দীন, আবু জাহের পুলিশ, মাওলানা মো. আবু কাউছার সরকারসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভায় মাদ্রাসার আলিম স্তরের পাঠদান ও উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আরও পড়ুন