![](https://i0.wp.com/risingcumilla.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?w=800&ssl=1)
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা করা হয়েছে। এ ছাড়া পাম তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা করা হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য জানায় সংগঠনটি। আজ থেকে এ দরে পাওয়া যাবে সয়াবিন তেল।
এতে বলা হয়, বুধবার থেকে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমে ১৫৯ টাকায় বিক্রি হবে।
বিভিওআরভিএমএ আরো জানায়, সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের নতুন দাম ৮৭৩ টাকা, যা আগের দাম থেকে ৪৩ টাকা কম।
এছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমে ১২৮ টাকা ও বোতলজাত পাম তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা করা হয়েছে।