
আপনি কি বন্ধুতালিকার কারো ওপর বিরক্ত। যার পোস্ট আপনার ভালো লাগে না। আপনার পোস্ট এ লাইক কিংবা কমেন্টও করে না। একটা জড় পদার্থ হয়ে পড়ে আছে।
তাকে আনফ্রেন্ড করার কথা ভাবছেন? সময়ের অভাব, আলসেমি কিংবা অন্য কোনো কারণে সারা বছর তাদের আনফ্রেন্ড করার সুযোগ হচ্ছে না। তবে আজকের দিনটি আপনার জন্য উৎকৃষ্ট সময়।
কারণ আজ (১৭ নভেম্বর) আনফ্রেন্ড দিবস। কৌতুক অভিনেতা জিমি কিমেলের হাত ধরে ২০১৪ সালে ‘‘আনফ্রেন্ড ডে” প্রতিষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধু তালিকা থেকে অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে ছাঁটাই করাই ছিল এই দিবস প্রচলনের মূল উদ্দেশ্য।
‘আনফ্রেন্ড’ শব্দটির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে সামাজিক যোগাযোগ প্লাটফর্মের মাধ্যমে। কিন্তু ফ্রেন্ড বা বন্ধু শব্দটি অনেক আগে থেকেই আমাদের খুব পরিচিত একটি শব্দ।
অক্সফোর্ড ডিকশনারির ২০০৯ সালের সেরা শব্দ ছিল ‘আনফ্রেন্ড’। যার সংজ্ঞা হলো- ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কাউকে ‘বন্ধু’ তালিকা থেকে বাদ দেওয়া।