ডিসেম্বর ২৮, ২০২৪

শনিবার ২৮ ডিসেম্বর, ২০২৪

আগামী বছরই হয়ত রাজনৈতিক সরকার আসবে: শিক্ষা উপদেষ্টা

Rising Cumilla - Wahiduddin Mahmud
ছবি: সংগৃহীত

আগামী বছরেই রাজনৈতিক সরকার আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন কনফারেন্সে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমরা এখন খুব স্বল্পকালীন একটি সরকার। আগামী বছরই রাজনৈতিক সরকার আসার বিষয়টি আমার ব্যক্তিগত মতামত। জানি না আসলে কি হবে, তবে হয়ত আগামী বছর আমরা রাজনৈতিক সরকার দেখতে পাবো।”

কনফারেন্সে উপদেষ্টা আরও বলেন, আয় বৈষম্য বাংলাদেশের অন্যতম বড় সমস্যা। তিনি বলেন, “এই বৈষম্য দূর করতে গুণগত শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে।”

এছাড়াও, বাংলাদেশের এলডিসি (স্বল্প উন্নত দেশ) থেকে উত্তরণের প্রেক্ষাপটে ড. মাহমুদ বর্তমান প্রচেষ্টাগুলো তুলে ধরেন, যাতে এলডিসি মর্যাদার কিছু সুবিধা বজায় রাখা যায়।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমাদের আর এলডিসি হিসেবে থাকার সুযোগ নেই। উন্নত দেশগুলোর কাছ থেকে কিছু সুবিধা বজায় রাখার জন্য আলোচনা চলছে এবং অনেকের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।”

কনফারেন্সে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল মধ্যম আয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসতে বাংলাদেশকে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, “এই কর্মযজ্ঞে উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি।”

আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।