মে ১৮, ২০২৫

রবিবার ১৮ মে, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় উত্তাল রাজপথ

Rising Cumilla - Streets in Cumilla take a violent turn demanding ban on Awami League
ছবি: সংগৃহীত

কুমিল্লায়, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের করেছে। এই বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। 

বিক্ষোভকারীরা কুমিল্লা কান্দিরপাড়ের পূবালী চত্বর থেকে মিছিল শুরু করে এবং কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। একই সময়ে, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা ঈদগাহ মাঠ থেকে আরেকটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত হন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন এবং অন্যান্য দল ও সংগঠনের সদস্যরাও জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, “স্বৈরাচার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে, এটাই আমাদের একমাত্র দাবি।”

মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব রাশেদুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিমুল বারী কাওসার।

এছাড়াও কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোসলেহ উদ্দিন, মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারি সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

এবি পার্টির কুমিল্লা সদস্যসচিব ও ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম মুহাম্মদ সামদানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিল্লাল হুসাইন, সেক্রেটারি এনামুল হক মজুমদার, সদস্য মাওলানা মো. তাজুল ইসলাম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি হোসাইন আহমেদ শিহাবও এই বিক্ষোভে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

আরও পড়ুন