বুধবার ৫ নভেম্বর, ২০২৫

আওয়ামী লীগ ও জামায়াত দুই দলই মানবতা বিরোধী অপরাধী: এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

আওয়ামী লীগ ও জামায়াত দুই দলই মানবতা বিরোধী অপরাধী: এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ/ছবি: প্রতিনিধি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ মন্তব্য করেছেন আওয়ামীল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দুইটি রাজনৈতিক দল বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মাঠে উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলে- স্বাধীনতা সংগ্রামে এই জামায়াতে ইসলামী বাংলার মুক্তিকামী নিরীহ জনতা, মুক্তিযোদ্ধাদের উপর বর্বরোচিত হামলা করেছে। মা-বোনদের ইজ্জত লুন্ঠনে সহযোগিতা করেছে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে। তাদের বিচার এখনও শেষ হয়নি। জামায়াতে ইসলামীর আমীর ডা. সফিকুর রহমান ‘ভুল’ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। কিন্তু ‘ভুল’ আর ‘অপরাধ’ এক কথা নয়। জামায়াত তাদের প্রতিটি অপরাধের কথা উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বাংলার মানুষ যদি তাদের ক্ষমা করে তাহলেই তারা ক্ষমা পাবে, না হয় বাংলার মাটিতে তাদের বিচার হবে।

অপরদিকে, স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতার মসনদ ধরে রাখতে কোটা বিরোধী আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর নির্বিচারে হামলা করে মানবতা বিরোধী অপরাধ করেছে। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে তার বাহিনী গুলি করে শতশত মায়ের বুক খালি করেছে। তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না।

সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ আরও বলেন- জামায়াতে ইসলামী নিজেদেরকে ইসলাম দাবী করে। তাদের প্রতীক ‘দাঁড়ি পল্লায়’ ভোট দিলে নাকি বেহেস্ত নিশ্চিত হবে! মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর উক্তি অনুসারে বলবো- নীল নদের পানি যেমন নীল না, তেমনি জামায়াতে ইসলামীও ‘ইসলাম’ না। ধর্মকে পুঁজি করে তারা ধর্মপ্রাণ মুসল্লীদের আবেগের সাথে বিশ্বাস ঘাতকতা করছে।

এসময় তিনি আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নিজ দলের প্রতীক ‘ছাতা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।

সম্মেলনে উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি মু. সাখাওয়াত হোসেন সাক্কু এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভূইয়া, পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া প্রমুখ।

সম্মেলনে মু. সাখাওয়াত হোসেন সাক্কুকে পুনরায় সভাপতি, মো. শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

আরও পড়ুন