জানুয়ারি ১৯, ২০২৫

রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫

আওয়ামী লীগ উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা: উমামা ফাতেমা

Umama Fatima
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আওয়ামী লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনানো হলেও ভেতরে ছিল সম্পূর্ণ ফাঁপা।

আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বলেন, আমরা শোষিত হয়েছি এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকেছি। দেশটির সঙ্গে কি কি চুক্তি ছিল তা প্রকাশের পাশাপাশি খতিয়ে দেখার সময় এসেছে৷

তিনি বলেন, পরিসংখ্যান তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই, যার ফলে পণ্যের দাম বাড়লে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুখপাত্র বলেন, উন্নয়ন বাজেটের ৭ লাখ কোটি টাকার মধ্যে ৪০ শতাংশ আমলারা খেয়েছে। তারাই দেশের ধ্বংসের জন্য দায়ী।

উমামা ফাতেমা আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন নিয়ে বাজেটে বেশি জোর দিতে হবে।