ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

আইপিএলে ৫৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় সৌদি!

Saudi Prince Salman wants to spend billions of dollars for IPL
আইপিএলে বিনিয়োগ করতে চায় সৌদি। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতি নজর পড়েছে সৌদি যু্বরাজের। আইপিএলে ৫ বিলিয়ন ডলার (৫৫ হাজার ৩৪২ কোটি টাকা) বিনিয়োগ করতে চাইছেন তিনি। পাশাপাশি আইপিএলের একটা বিরাট অংশীদারিত্ব নেওয়ার ভাবনাচিন্তাও রয়েছে সৌদি আরবের। এমনই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা ব্লুমবার্গ।

প্রতিবেদন অনুযায়ী, আইপিএলকে হোল্ডিং কোম্পানিতে পরিণত করতে চাচ্ছে সৌদি সরকার। ইতোমধ্যে এ নিয়ে ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলেছে তারা। সেই হোল্ডিং কোম্পানির বাজারমূল্য হবে প্রায় ৩০ বিলিয়ন ডলার। তাতে বিশাল ভাগ থাকবে প্রিন্স সালমানের। একই সঙ্গে আইপিএলে প্রায় ৫ বিলিয়ন ডলার (৫৫ হাজার ৩৪২ কোটি টাকা) বিনিয়োগ করতে চায় সৌদি সরকার।

প্রিমিয়ার লিগ বা ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের ধাঁচেই আইপিএলকেও বিশ্বের আরো বেশি সংখ্যক দেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লোকসভা নির্বাচনের পরে সেই বিষয়টি আলোচনা করা হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে সৌদি আরব কর্তৃপক্ষ এবং ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি।