সেপ্টেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪

অস্থায়ী (খণ্ডকালীন) সঙ্গী খুঁজছেন চীনের তরুণ-তরুণীরা

Young people in China looking for temporary (part-time) partners
অস্থায়ী (খণ্ডকালীন) সঙ্গী খুঁজছেন চীনের তরুণ-তরুণীরা। ছবি: সংগৃহীত

স্থায়ী সম্পর্কের জটিলতা এড়াতে চীনের তরুণ-তরুণীরা এখন ‘অস্থায়ী সঙ্গী (খণ্ডকালীন পার্টনার)’ খোঁজার দিকে আগ্রহী হয়ে উঠছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, সম্পর্কের এই নতুন ধরন মান্দারিন শব্দ ‘দা জি’ নামে পরিচিত, যার অর্থ সবকিছুর মিল থাকা। এর মানে হলো, সমমনা সঙ্গী বেছে নেওয়া। চীনের তরুণ-তরুণীরা জিয়াওহংশুর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই খণ্ডকালীন সঙ্গী খুঁজছেন।

চীনের তরুণ-তরুণীরা মূলত খাবার, গেমিং, ফিটনেস, ভ্রমণ, কৃষিকাজ, চ্যাটিং ও গান শুনতে আগ্রহী ব্যক্তিদের খোঁজ করেন। এসব সঙ্গীর মুখোমুখি হওয়া আবশ্যক নয়। তারা উইচ্যাট ও এ ধরনের অন্যান্য প্ল্যাটফর্মে প্রতিদিনের কথোপকথন সেরে নিতে পারেন।

এসসিএমপিকে একজন তরুণ জানান, ‘পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সবকিছু শেয়ার করা যায় না। বরং একজন অপরিচিত মানুষের সঙ্গে অনেক কিছু বলা যায়।’ অপর একজন বলেন, ‘আমি সত্যিই খুব একা, আবার কেউ আমার ব্যক্তিগত জীবনে প্রবেশ করুক এমনটাও চাই না। এ জন্য সাময়িক সম্পর্ক খুব ভালো।’

অস্থায়ী সঙ্গী খোঁজা আরেক তরুণ বলেছেন, ‘আমি সত্যিই খুব একা; সামাজিক মিথস্ক্রিয়াও পছন্দ করি না। তবে আশা করি, এমন একজন অপরিচিত ব্যক্তি আসবে, যে আমার জীবনে প্রবেশ করবে না। কিন্তু আমাকে একা সিনেমা দেখা বা একা একা আর খেতে দেবে না।’

উল্লেখ্য, চীনের তরুণ-তরুণীরা একাকিত্বে ভোগায় দেশটিতে অস্থায়ী সঙ্গী খোঁজার প্রবণতা জনপ্রিয় হয়ে উঠছে। এতে ওই তরুণ-তরুণীরা নিজেদের স্থান ও স্বাধীনতা বজায় রাখতে চান।