মার্চ ১৭, ২০২৫

সোমবার ১৭ মার্চ, ২০২৫

অভিনেত্রীর অপকর্মের খেসারত পেলেন পুলিশকর্তা বাবা!

Rising Cumilla - Ranya Rao

সোনা পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতীয় অভিনেত্রী রান্যা রাও। আর মেয়ের এই অপকর্মের খেসারত দিতে হচ্ছে বাবা কর্ণাটকের ডিজিপি পদাধিকারী পুলিশ আধিকারিক রামচন্দ্র রাওকে। তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত ৩ মার্চ রাতে দুবাই থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নামেন অভিনেত্রী রান্যা রাও। গোপন সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) আধিকারিকরা তাকে আটক করেন।

জানা যায়, অভিনেত্রীর সঙ্গে ১৪.৮ কেজি সোনা ছিল। হাতেনাতে ধরা পড়ায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। এরপরই গ্রেফতার দেখানো হয় অভিনেত্রীকে।

এদিকে রান্যা গ্রেফতারের পর তার বাবা জানিয়েছিলেন মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “মেয়ে বা তার স্বামী কী ব্যবসা করেন, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। যা ঘটেছে, তা আমাদের বড় ধাক্কা দিয়েছে। আমরা খুবই হতাশ। তবে আইন আইনের পথেই চলবে।”

বিয়ের পর থেকেই মেয়ের সঙ্গে দূরত্ব বেড়েছে বলে জানান রামচন্দ্র রাও। কিন্তু তা স্বত্বেও মেয়ের অপকর্মের দায় এড়াতে পারলেন না বাবা।