ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সোমবার ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

‘অবশেষে ১৩ বছরের প্রেমের সফল পরিণতি’

Rising Cumilla - Mehazabien Chowdhury & Adnan Al Rajeev Wedding Photo
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব | ছবি: ফেসবুক

অবশেষে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গতকাল রবিবার ছিল তাদের গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান। আজ সোমবার বিয়ের আসর থেকে সাদা গাউনে ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

বিয়ে নিয়ে মেহজাবীন মুখে কুলুপ আঁটলেও, এরই মধ্যে ফাঁস হয়েছে তাদের গায়েহলুদের ছবি।

ঢাকার অদূরে সম্প্রতি অনুষ্ঠিত মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান ছিল একেবারে ঘরোয়া আয়োজন। আমন্ত্রিত অতিথিদের জন্য কড়া নির্দেশ ছিল, কোনো ছবি তোলা বা সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না। অতিথিরাও এই নিয়ম মেনে চলেছিলেন, কেউই অনুষ্ঠানের কোনো ছবি পোস্ট করেননি। কিন্তু শত সতর্কতা সত্ত্বেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। মেহজাবীনের গায়েহলুদের একাধিক ছবি ফাঁস হয়ে গেছে এবং তা তার ঘনিষ্ঠজনদের হাতে হাতে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মেহজাবীন তার ফেসবুক পেজে বিয়ের ছবি প্রকাশ করে লিখেছেন, “২০১২ সালের ৯ এপ্রিল বাঁকা দাঁত এবং সুন্দর হাসির একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন তিনি রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন। আমরা মাত্র ১৫ মিনিটের জন্য কথা বলেছিলাম। সে চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেছে।”

তিনি আরও লেখেন, “১৩ বছর পরে, আমরা এখানে, একসাথে বেড়ে উঠছি, প্রতিটি উচ্চ উদযাপন করছি এবং প্রতিটি নিম্নকে অতিক্রম করছি। তারা বলে যে সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয় – আমরা এটি প্রায় দ্বিগুণ করেছি।

১৪ ফেব্রুয়ারি ২০২৫ এ আমরা আমাদের বন্ধন চিরতরে বন্ধ করে দিয়েছি, এই যাত্রা হাতে হাতে চলার প্রতিশ্রুতি দিয়ে। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি। আমরা এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে, আমরা আজীবন সুখ এবং একত্রিত হওয়ার জন্য আপনার ভালোবাসা এবং প্রার্থনা চাই।”