
১৮ ও ১৯ নভেম্বর ২০২৫ তারিখে অপরাজেয় তারুণ্য, রংপুর শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ওয়েবিনার:এ্যালামনাইদের সাথে অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ গ্রহণ’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত এই ওয়েবিনারে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, চারটি কমিউনিটি এবং একটি ছাত্রী নিবাস থেকে মোট ১৪৮ জন অংশগ্রহণ করেন।
অপরাজেয় তারুণ্য অফিসের ইয়ুথ অফিসার, ইয়ুথ এডভোকেট ও মেন্টররা কমিউনিটি ও শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের ডিভাইসের মাধ্যমে ওয়েবিনারে যুক্ত করেন। এছাড়াও বেশ কয়েকজন স্টেকহোল্ডার, সাবেক কর্মী এবং বিশেষ অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী, আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন বাদশা, সহকারী শিক্ষক হারুনুর রশিদ, দর্শনা বিএন স্কুল ও কলেজের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র এর ডিস্যাবিলিটি অ্যাফেয়ার্স অফিসার মাসুদ রানা, আরডিআরএস এর SEED প্রজেক্ট এর প্রজেক্ট কো-অর্ডিনেটর তামিম আহমেদ, ব্র্যাক এর RHRN প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর।
কুন্তলা চৌধুরী কমিউনিটি ও শিক্ষার্থীদের মানসিক-সামাজিক বিকাশে অপরাজেয় তারুণ্যের ভূমিকা তুলে ধরে প্রশংসা করেন।
শাহীন বাদশা বলেন,অপরাজেয় তারুণ্য আমার বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি মূলক প্রোগ্রাম করায় আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে কিশোরীরা বেশ উপকৃত হয়।
তামিম আহমেদ বলেন,অপরাজেয় তারুণ্য অফিসে একটি প্রোগ্রামে অংশ নিয়ে আমি অত্যন্ত উৎসাহিত হয়েছি। তারা SRHR নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে, যা অত্যন্ত সাহসী উদ্যোগ। তাদের অফিসে মাসিক স্বাস্থ্য সুরক্ষা কর্ণার দেখে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের অফিসেও কিশোর-কিশোরী ক্লাবে কর্ণার স্থাপন করেছি। এই উদ্যোগের জন্য আমি রিজিওনাল অফিস এবং থাইল্যান্ডে ডোনারদের মিটিংয়ে প্রশংসিত হয়েছি।
মাধুরী সূত্রধর অপরাজেয় তারুণ্যের যুববান্ধব কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
মাসুদ রানা বলেন,অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমে অপরাজেয় তারুণ্য ধারাবাহিকতা অব্যাহত রাখলে আরো এগিয়ে যাবে।প্রতিবন্ধী তরুণদেরকে স্বাস্থ্যখাত পুনর্গঠনে ভূমিকা রাখতে তারা উদ্বুদ্ধ করছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা কোলাবোরেটলি কাজ করলে উভয়ের কাজেই সহযোগিতা হবে।
দুই দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা SRHR, নেতৃত্ব, জীবনদক্ষতা, কমিউনিটি-ভিত্তিক কার্যক্রম, এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শেয়ার করেন। অ্যালামনাইদের অংশগ্রহণ নতুন শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
অনুষ্ঠান দুটি পরিচালনা করেন অপরাজেয় তারুণ্য রংপুর শাখার প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায়।
ওয়েবিনারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ও অ্যালামনাইদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, যৌথ শিক্ষা এবং SRHR বিষয়ে তরুণদের অংশগ্রহণ আরও সুদৃঢ় হয়।
প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারীদের হাতে নাস্তা ও স্যানিটারী ন্যাপকিন তুলে দেওয়া হয়।









