মার্চ ৭, ২০২৫

শুক্রবার ৭ মার্চ, ২০২৫

অধিনায়ক রোহিতের অনন্য রেকর্ড!

ছবি: সংগৃহীত

কোহলির দুর্দান্ত ৮৪ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। ফলে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যান ইন ব্লু’রা। এদিকে এ ম্যাচ জিতে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠে অনন্য এক রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির সব টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। রোহিতের নেতৃত্বে এর আগে ভারত ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৩ বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছে।

ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাট হাতে দারুণ করেছেন কোহলি। ৫ চারে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেছেন কিংবদন্তি ব্যাটার। ভালো করেছেন শ্রেয়াস আইয়ারও। ৩ চারে ৬২ বলে ৪৫ রান করেছেন। অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে এসেছে ২৯ বলে ২৮ রান। ৩০ বলে ২৭ রান করেছেন অক্ষর প্যাটেল।

শেষদিকে লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার ৩১ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছায় ভারত। লক্ষ্য থেকে ৬ রান দূরে আউট হন পান্ডিয়া। একটি চার ও তিন ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন তারকা অলরাউন্ডার।

পরে রবীন্দ্র জাদেজাকে নিয়ে লক্ষ্যে পৌঁছান রাহুল। দুটি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৪২ রান করেন রাহুল। ১ বলে ২ রান করেন জাদেজা।

অস্ট্রেলিয়ার এই স্কোর নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, শেষ বলের আগে পর্যন্ত কিছুই নিশ্চিত ছিল না। ম্যাচের মাঝামাঝি সময়ে আমাদের মনে হয়েছিল, এটা ভালো স্কোর এবং আমাদের সত্যিকার অর্থে অনেক ভালো ব্যাটিং করতে হবে।

জয়ের জন্য সব ব্যাটার এবং বোলারদের কৃতিত্ব দিয়ে রোহিত বলেন, ব্যাটিংয়ে আমরা নিখুঁত ছিলাম। আমরা খুব শান্ত ছিলাম। উইকেটও ভালো মনে হচ্ছিল এবং এটাই এখানকার উইকেটের আচরণ। কোহলির প্রশংসা করতেও ভুলেননি তিনি। বলেন, কোহলি অনেকদিন ধরেই ভারতকে সার্ভিস দিচ্ছে। আমাদের বড় একটা জুটির দরকার ছিল, যেটা শ্রেয়াস ও বিরাট করে দেখিয়েছে।