
নড়াইলের লোহাগড়া উপজেলার একটি ক্লিনিকে অপারেশন থিয়েটারের ভেতরে রোগীর সঙ্গে টিকটক ভিডিও ধারণ করার ঘটনায় ক্লিনিকটির অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়েছে।
এর আগে অভিযুক্ত নার্স প্রিয়া এই ভিডিওটি ধারণ করেছিলেন। এই ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত এই নির্দেশের পর অপারেশন থিয়েটারটি সিলগালা করা হয়।
গত বুধবার (২৭ আগস্ট) রাতে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে ধারণ করা একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওটিতে দেখা যায়, অচেতন অবস্থায় থাকা একজন প্রসূতি মায়ের সঙ্গে নার্স প্রিয়া টিকটক করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং অনেকেই ওই নার্সের শাস্তির দাবি জানান।
অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। মিনারুল ইসলাম সজল নামে একজন মন্তব্য করেন যে, নার্সকে এই পেশা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত। একইসঙ্গে তাকে এবং ক্লিনিক মালিককে আইনের আওতায় এনে বিচার করারও দাবি জানান তিনি।
আব্দুর রহমান নামের আরেক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “একটা নারীকে সিজার করছে। প্রসূতি মা আছে অজ্ঞান অবস্থায়, আর তার সেলাই করা পেট এভাবে ভিডিও করে ছাড়তেছে, ওই বেয়াদবের নামে মামলা করেন।”
ক্লিনিক সূত্র জানিয়েছে, অভিযুক্ত নার্স প্রিয়া লাহুড়িয়া ইউনিয়নের শরশুনা গ্রামের বাসিন্দা এবং তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে প্রিয়া তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।