মে ১৩, ২০২৫

মঙ্গলবার ১৩ মে, ২০২৫

ফ্যাক্টচেক

গুজব ঠেকাতে তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তুলুন — এই উদ্যোগ রাইজিং কুমিল্লা-এর, একটি স্বাধীন অনলাইন স্থানীয় সংবাদমাধ্যম, যা কুমিল্লাসহ সারাদেশে গুজব, মিথ্যা তথ্য ও ভুয়া সংবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কাজ করছে। আমরা চাই মানুষ যেন সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়ানোর আগে তথ্য যাচাই করে এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখে। মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি ও সম্প্রীতির ক্ষতি করে। আমাদের লক্ষ্য একটি তথ্যনির্ভর, সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তোলা। গুজব প্রতিরোধে এবং সত্য প্রচারে রাইজিং কুমিল্লা নির্ভরযোগ্য উৎস হিসেবে পাশে থাকবে।