
আজ ৩ মে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯৩ সাল থেকে প্রতি বছর এই দিনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)-এর আহ্বানে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
এ বছরের প্রতিপাদ্য—“Press Freedom in the Age of Artificial Intelligence”, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার স্বাধীনতা কীভাবে রূপ নিচ্ছে, সেটাই এবারের আলোচনার কেন্দ্রবিন্দু।
বিশ্বজুড়ে গণমাধ্যম নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি—সেন্সরশিপ, ভুল তথ্য, রাজনৈতিক চাপ, আর এখন নতুন করে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব।
বিশেষজ্ঞরা বলছেন, এআই (AI) যেমন সংবাদ সংগ্রহ ও বিশ্লেষণকে সহজ করছে, তেমনি এর অপব্যবহার হলে সাংবাদিকতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রশ্নবিদ্ধ হতে পারে। একদিকে AI অটোমেশন ও তথ্য বিশ্লেষণে সাহায্য করছে, অন্যদিকে তা দিয়ে ভুয়া সংবাদ বা বিভ্রান্তিকর কনটেন্টও সহজে তৈরি করা সম্ভব হচ্ছে।
মূলত সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরতেই এই দিবসের সূচনা।
দিনটিকে কেন্দ্র করে গণমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিক নির্যাতন, অনলাইন গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নানা আলোচনা হচ্ছে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আন্তর্জাতিক মহল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। পাশাপাশি সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা রক্ষার আহ্বান জানানো হয়েছে।