সেপ্টেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪

অনলাইন প্রতারণার শিকার পামেলা ভট্টাচার্য

অনলাইন প্রতারণার শিকার পামেলা ভট্টাচার্য
অনলাইন প্রতারণার শিকার পামেলা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

মাঝে মধ্যেই প্রতারণার শিকার হতে দেখা যায় তারকাদের। এবার ভারতীয় অভিনেত্রী পামেলা ভট্টাচার্য প্রতারণার শিকার হয়েছেন।

অভিনেত্রীর দাবি, কয়েক দিন আগে একটি অনলাইন প্রতিষ্ঠান থেকে কিছু পণ্য সামগ্রী কেনেন পামেলা। কিন্তু পণ্যগুলোর ডেলিভারি হাতে পাওয়ার পর সেগুলো পছন্দ না হওয়ায় ফেরত দিয়ে রিফান্ড চাইলেও সেই সংস্থা রাজি হয়নি।

এরপরেই গুগলে সার্চ করে সেখান থেকে কনজিউমার ফোরামের নামে একটি লিংকে অভিযোগ জানাতে যান পামেলা। তবে সেখানেও হয়েছেন প্রতারণার শিকার। সেই লিংকে ক্লিক করতেই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তার থেকে ২ রুপি চাওয়া হয়।

অভিনেত্রী আরও অভিযোগ করেন, ওই অর্থ কেটে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ ৯৮ হাজার রুপি গায়েব হয়ে যায়। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকারও বেশি।

তারপর তিনি থানায় অভিযোগ করেন।তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কনজিউমার ফোরামের নির্দিষ্ট লিংকটি ফেক কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে যাদবপুর থানা।