প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১:৩৮ পিএম
৯ বছর পর পুনর্মুক্তি, হর্ষবর্ধনকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন জন
বড় পর্দায় মুক্তির পর সেভাবে সফলতা পায়নি। তবে টিভির পর্দায় আসার পর দর্শক মহলে ব্যাপক ঝড় তুলেছে ‘সানাম তেরি কাসাম’। রোমান্টিক-ড্রামা জনরার সিনেমাটি ৯ বছর পেরিয়েও প্রানবন্ত দর্শকহৃদয়ে। তাই নতুন করে আবারও মুক্তি দেওয়া হলো সিনেমাহলে।
আর এবার বক্স অফিসেও পেল কাঙ্খিত সফলতা।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসেই বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘সানাম তেরি কাসাম’। এটি পরিচালনার দায়িত্বে ছিলেন সালমান খানের ‘লাকি’সিনেমার পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু। বলিউডের তৎকালীন এই নতুন জুটি বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারেনি। বরং মুখ থুবড়েই পড়েছিল।কিন্তু যত দিন গেছে, সিনেমাটি ধীরে ধীরে মন জয় করে নিয়েছে দর্শকের। হর্ষবর্ধন- মাওরার জুটিও দর্শকমনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে অদ্ভুতভাবে।
সম্প্রতি এই সিনেমা ফের একবার মুক্তি পেয়েছে বড়পর্দায়।
আর মুক্তি পাওয়ামাত্রই ম্যাজিক! মাত্র চার দিনে এটির আয় ছাড়িয়ে গেছে এর আগের লাইফটাইম আয়কেও। তিন দিনে সিনেমাটি আয় করেছে ১৮.৫ কোটি টাকা। অথচ ৯ বছর আগে মুক্তির পর সিনেমার মোট আয় ছিল মাত্র ৯ কোটি টাকা!
এদিকে, সিনেমাটির দ্বিতীয় ইনিংসের সাফল্যে হর্ষবর্ধনকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা জন আব্রাহামও। ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার পোস্টারের ছবির সঙ্গে জন লেখেন, ‘শেষমেশ তোমার পাওনাটা তুমি পেলে হর্ষবর্ধন।’
উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই রোম্যান্টিক ড্রামা। দীপক মুকুটের প্রযোজনায় বলিউডের এই রোমান্টিক-ড্রামা সিনেমাতে তেলুগু ফিল্মস্টার হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল পাক মডেল-অভিনেত্রী মাওরা হোকেনকে।
২৩ বছর বয়সী এই পাকিস্তানি যুবতী ছিলেন ওয়াঘার ওপারের দেশের ফ্যাশন ডিজাইনের ছাত্রী। মডেলিং, ভিডিও জকি হিসেবেও কাজ করেছেন তিনি। সেখান থেকে সোজা সোজা বলিউড। মাওরা এবং হর্ষবর্ধন দুজনেই নিজেদের বলিউডে অভিষেক করেছিলেন এই সিনেমা দিয়ে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC