ডিসেম্বর ৫, ২০২৪

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, ২০২৪

৯ বছর পর দেশে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ

Rising Cumilla - Salahuddin Ahmed
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ।

আজ শনিবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আগামীকাল রোববার দিল্লি থেকে ঢাকা আসবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুর ২টায় ঢাকা বিমান বন্দরে পৌছার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। পরবর্তী সময়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা’ করার সময় ওই বছরের ১১ মে তাকে আটক করে শিলং পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়।

শিলং পুলিশকে তিনি জানান, গোয়েন্দা পরিচয়ে ২০১৫ সালের ১০ মার্চ তাকে তার উত্তরার বাসা থেকে তুলে নেয়া হয়। একটি প্রাইভেটকারে তাকে শিলং নেয়া হয়। কিন্তু গাড়িটি কোথা থেকে ছেড়েছিল বা গাড়িতে আর কে বা কারা ছিল তা তিনি বলতে পারেননি।