মার্চ ২৬, ২০২৫

বুধবার ২৬ মার্চ, ২০২৫

৭ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

৭ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাত জন বিশিষ্ট ব্যক্তির হাতে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৫’ তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এই পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন:

  • বিজ্ঞান ও প্রযুক্তিতে: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
  • সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
  • সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর)
  • সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
  • মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
  • শিক্ষা ও গবেষণায়: বদরুদ্দীন মোহাম্মদ উমর
  • প্রতিবাদী তারুণ্যে: আবরার ফাহাদ (মরণোত্তর)

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ পুরস্কার বিজয়ীদের সাইটেশন পাঠ করেন।

দেশের জন্য অসামান্য অবদান রাখায় এই গুণী ব্যক্তিদের মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে। তাদের পরিবারবর্গের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।