
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাত্র ৭৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে ৬ বছর বয়সী মোঃ আদনান। সে উপজেলার মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবাইদুল্লার ছেলে এবং সরাইল আবরারিয়া মডেল মাদ্রাসার ছাত্র।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাত্র ৬ বছর বয়সী আদনান ৭৫ দিনে কোরআন মুখস্থ করার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এত অল্প সময়ে খুব কম শিক্ষার্থীই হাফেজ হতে পারে।”
জানা যায়, ২০২৩ সালে আবরারিয়া মডেল মাদ্রাসায় ভর্তি হয়ে প্রায় ১৪-১৫ মাস নূরানি পড়াশোনা শেষ করে কায়দা ও সিপারা সম্পন্ন করে আদনান। এরপর কোরআন নাজেরা পড়ার পর মাত্র ২ মাস ১৫ দিনে পুরো কোরআন মুখস্থ করতে সক্ষম হয় সে।
অদম্য মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে কোরআন হিফজ সম্পন্ন করায় আদনানের প্রতি গভীর আনন্দ প্রকাশ করেছেন তার শিক্ষকরা। তার এই সাফল্যে এলাকাবাসী ও পরিবার গর্বিত।
হাফেজ আদনানসহ আবরারিয়া মডেল মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষকদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলী।