বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬

৬০ বছরে পা রাখলেন সালমান খান, জন্মদিনে আলোচনার শীর্ষে সম্পত্তির পরিমাণ

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Salman Khan
সালমান খান/ছবি: সংগৃহীত

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সিনিয়র সিটিজেনের ঘরে পা রাখলেন বলিউড সুপারস্টার সালমান খান। এদিনই তার ৬০তম জন্মদিন। মধ্যরাতে ‘দাবাং’ স্টাইলে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ভক্তদের প্রিয় এই অভিনেতা।

জন্মদিন উপলক্ষে আলোচনায় এসেছে সালমান খানের বিপুল সম্পত্তির পরিমাণ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে প্রায় ২৯০০ কোটি রুপি সম্পদের মালিক তিনি। এই সম্পদের মধ্যে রয়েছে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, বিশাল ফার্মহাউজসহ নানা সম্পদ।

সালমান খানের আয়ের প্রধান উৎস অভিনয়। প্রতি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে ১০০ থেকে ১৫০ কোটি রুপি নেন। পাশাপাশি তিনি বিভিন্ন টেলিভিশন শো উপস্থাপন করেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় শো হলো ‘বিগ বস’—যেখান থেকে তিনি মোটা অঙ্কের অর্থ আয় করেন।

তবে নিজের আয় শুধু ব্যক্তিগত ভোগে সীমাবদ্ধ রাখেন না ভাইজান। মানবসেবার জন্য তিনি গড়ে তুলেছেন ‘বিইং হিউম্যান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ান এই তারকা।

সালমান খানের সবচেয়ে মূল্যবান সম্পদের মধ্যে অন্যতম তার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত এই বাড়িতেই পরিবারসহ বসবাস করেন তিনি। বাড়িটির জানালায় রয়েছে বুলেটপ্রুফ কাচ। ভবনের একতলায় থাকেন সালমান নিজে এবং দোতলায় বসবাস করেন তার বাবা-মা। বিলাসবহুল এই বাসভবনের আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি রুপি।

এছাড়াও রয়েছে সালমান খানের আলোচিত ফার্মহাউজ। বোনের নামে নামকরণ করা এই খামারবাড়িটির নাম ‘অর্পিতা ফার্মহাউজ’। প্রায় ১৫০ একর জমিজুড়ে বিস্তৃত এই ফার্মহাউজে রয়েছে পশুখামার, সুইমিং পুল ও চাষযোগ্য জমি। এর বাজারমূল্য প্রায় ৮০ কোটি রুপি বলে জানা গেছে।

সব মিলিয়ে ৬০ বছর বয়সেও বলিউডে নিজের অবস্থান, জনপ্রিয়তা ও সম্পদের দিক থেকে অনন্য উচ্চতায় রয়েছেন সালমান খান।

আরও পড়ুন