
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় এক জেলের জালে ধরা পড়ল প্রায় দুই কেজি ওজনের (১৯০০ গ্রাম) একটি বিশাল ইলিশ। পরে মাছটি নিলামে ৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।
সোমবার (১৮ আগস্ট) সকালে পায়রা বন্দরের কাছে গঙ্গামতি এলাকায় মাছ ধরার সময় জেলে বাবুল মাঝি-এর জালে এই বড় ইলিশটি ধরা পড়ে।
তিনি জানান, সাগরে এখন এত বড় আকারের ইলিশ খুব একটা পাওয়া যায় না। অপ্রত্যাশিতভাবে এই মাছটি জালে ওঠায় তিনি বেশ খুশি।
পরে মাছটি কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসা হলে এটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী রফিক পাটোয়ারী ৫ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন। তিনি জানান, ঢাকার বাজারে আরও বেশি দামে বিক্রির জন্য মাছটি পাঠানো হবে। তিনি বলেন, “এত বড় সাইজের ইলিশ এখন খুব কমই মেলে। সামান্য লাভ হলেও বিক্রি করে দেব।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে বড় ইলিশ ধরা পড়াটা খুবই ভালো খবর। এটি প্রমাণ করে ইলিশের সংখ্যা বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে আরও বেশি ইলিশ ধরা পড়বে এবং এর ফলে বাজারে দামও কমবে।