জনপ্রিয় মার্কিন পপতারকা কেটি পেরি তার ব্যতিক্রমী কাজের জন্য আবারও আলোচনার কেন্দ্রে। এবার তিনি সফলভাবে মহাকাশ ভ্রমণ করে পৃথিবীতে ফিরে এসেছেন। এই ঐতিহাসিক যাত্রায় তার সঙ্গী ছিলেন আরও পাঁচজন নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবরটি নিশ্চিত করেছে।
বিবিসি জানায়, বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী) জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে কেটি পেরি ও তার সঙ্গীরা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন। টেক্সাসের পশ্চিম প্রান্তে অবস্থিত ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এই অভিযানে তারা পৃথিবীর নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন।
কেটি পেরির সঙ্গে এই অভিযানে অংশ নেওয়া অন্য পাঁচ নারী ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বাগ্দত্তা লরেন সানচেজ, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের সাংবাদিক গেইল কিং, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বোয়ে, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন।
মহাকাশে থাকাকালীন কেটি পেরি ও তার সঙ্গীরা প্রায় তিন মিনিটের জন্য ওজনহীন অবস্থায় ভেসে বেড়ানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করেন।
পৃথিবীতে ফিরে আসার পর কেটি পেরি তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই অভিজ্ঞতা তাকে জীবনের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করেছে এবং ভালোবাসার গুরুত্ব উপলব্ধি করিয়েছে। তিনি জানান, এই অসাধারণ অভিজ্ঞতা নিয়ে তিনি একটি গান লিখবেন।
কেটি আরও বলেন, এটি ছিল তার জীবনের সর্বোচ্চ উচ্চতা এবং এক অজানার কাছে আত্মসমর্পণের মতো। এই যাত্রা তিনি দারুণ উপভোগ করেছেন এবং আয়োজক সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পৃথিবীতে অবতরণের পর কেটিকে মাটিতে চুমু খেতে দেখা যায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC