কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) চিকিৎসকরা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রবিবার কলেজ প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ করেছেন।
সমাবেশে চিকিৎসকরা তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যতীত কেউ যেন ডাক্তার পদবী ব্যবহার করতে না পারে, ওটিসি ওষুধের তালিকা আপডেট করা, স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসন, ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করা।
আন্দোলনকারী চিকিৎসকরা জানান, আগামী ১২ মার্চ পর্যন্ত সারা দেশে একসঙ্গে সব চিকিৎসক আংশিক কর্মবিরতিতে থাকবেন। তাদের দাবি বাস্তবায়ন না হলে, তারা পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC