বাজার স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি দেওয়ার পর এক সপ্তাহে দেশে এসে পৌঁছেছে ৯৩ টন কাঁচা মরিচ। ঈদের ছুটি শেষে শুধু রোববার বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এই কাঁচা মরিচের প্রতি কেজির দাম পড়ছে ৪৯ থেকে ৫০ টাকা।
রবিবার কৃষি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন। আর ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ টন।
রোববার পর্যন্ত কুমিল্লাসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচ কেজিতে ৫০০ টাকার বেশি দামে বিক্রি হতে দেখো গেছে। বর্ষাকালে ক্ষেত নষ্ট হয় বলে কাঁচা মরিচের দাম কিছুটা বাড়ে প্রতিবারই। তবে এবার রান্নার আবশ্যকীয় এই পণ্যের দাম বৃদ্ধি আকাশচুম্বী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC