পঞ্চাশের কোঠায় পা দিলেও এখনও পর্যন্ত সিঙ্গেল বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তবে দুই কন্যাসন্তানকে দত্তক নিয়ে তিনি এখন গর্বিত মা। প্রায়শই তাদের সঙ্গে দেখা যায় অভিনেত্রীকে। বিয়ে নিয়ে তাকে বহুবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
সম্প্রতি, অভিনেত্রী নিজেই তার বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন।
ইনস্টাগ্রাম লাইভ সেশনে ভক্তদের সঙ্গে আলাপকালে সুস্মিতা একই প্রশ্নের মুখোমুখি হন। তার ভক্তরা তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চান।
উত্তরে সুস্মিতা বলেন, ‘আমিও বিয়ে করতে চাই। তবে তার জন্য একজন যোগ্য পাত্রের প্রয়োজন। বিয়ে তো চাইলেই হয় না। দুটো মনের মিলনের জন্য রোমান্টিক হওয়া দরকার, যাতে আমার মনের কথা তার হৃদয় শুনতে পায়। যেদিন এটা সম্ভব হবে, সেদিনই বিয়ে করব।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সুস্মিতা। সেই প্রসঙ্গ টেনে এক অনুরাগী অভিনেত্রীকে তার নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন।
কোনো আপত্তি ছাড়াই প্রাক্তন এই বিশ্বসুন্দরী তার মনের কথা শেয়ার করেন। সুস্মিতার কথা থেকে একটি বিষয় স্পষ্ট, বিয়ের ইচ্ছা ষোলো আনাই রয়েছে, শুধু সঠিক পাত্রের অভাব!
এর আগে ললিত মোদী থেকে শুরু করে রহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। ২০২১ সালে প্রেমিক রহমানের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন সুস্মিতা। পরের বছর ললিত মোদীর সঙ্গে সুস্মিতার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বছরই ললিত মোদী সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে সম্বোধন করেছিলেন। তবে পরে তাদের সম্পর্কে চিড় ধরে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC