চট্টগ্রাম জেলার হালিশহরে মো. আলাউদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী নুর জাহানের বিরুদ্ধে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুরী থানার মতি অলম বাজার এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ০৬ নম্বর লেইনের হাজী রফিক সাহেবের বাসায় ভাড়া থাকতেন।
হত্যার অভিযোগে নিহতের স্ত্রী নুর জাহান (২৩)-কে আটক করেছে পুলিশ।
পুলিশ জানা যায়, আলাউদ্দিন তার ৪র্থ স্ত্রী নুর জাহানকে না জানিয়ে সম্প্রতি ৫ম বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। ঘটনার দিন গভীর রাতে ক্ষুব্ধ নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের স্ত্রীকে হেফাজতে নেয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC