
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী জেলার ৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা পরিচালনা করে ‘দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ২০২২ সালে প্রথমবার পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষা শুরু করেছিল। তবে, শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও চাহিদার কথা বিবেচনা করে এবার পরীক্ষার পরিধি অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়ানো হয়েছে।
সংগঠনটির চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন এই আয়োজন সম্পর্কে বলেন, “২০২২ সাল থেকে আমরা প্রতিবছর এমন উদ্যোগ নিয়ে আসছি। আমাদের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীরা যাতে নিজেদের যথাযথভাবে মেধা যাচাইয়ের সুযোগ পায় এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। এবছরও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC