
রাইজিং কুমিল্লা ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ইতোমধ্যে ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, আজ দুপুর দেড়টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসী ভোটারের কাছে সংশ্লিষ্ট গন্তব্য দেশে তাদের ব্যালট পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
ব্যালট গ্রহণকারী ভোটারদের মধ্যে থেকে ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ভোটারদের দ্বারা সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ৩ লাখ ৪৪ হাজার ৯৯৩টি পোস্টাল ব্যালট জমা দেওয়া হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত ১৯ হাজার ৩৮৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
তিনি আরও উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করে
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC