টাঙ্গাইলের মধুপুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিজের চার মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন এক মা। সেই টাকা দিয়ে তিনি কিনেছেন নাকের নথ, পায়ের নুপুর, একটি মোবাইল ফোন ও জুতা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় স্বামী রবিউল ইসলাম বিষয়টি থানা পুলিশকে জানালে, শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, মধুপুর পৌর শহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সাথে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার দুই বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের আর্থিক অসচ্ছলতার কারণে তাদের মধ্যে কলহ শুরু হয়। শান্তির আশায় রবিউল বাড়ির কাছেই একটি ঘর ভাড়া করে থাকতে শুরু করেন। চার মাস আগে তাদের একটি পুত্র সন্তান হয়। কিন্তু দাম্পত্য কলহ না কমায় স্ত্রী লাবনী তার কোলের সন্তানকে বিক্রি করে দেন।
শিশুটির বাবা রবিউল ইসলাম জানান, তাদের ছেলে তামিমের জন্মের পর থেকেই সংসারে অশান্তি লেগেই ছিল। কিছুদিন আগে লাবনী তামিমকে নিয়ে তার বোনের বাড়ি ভূঞাপুরে যায়। পরে রবিউল তাকে বাড়ি ফিরে আসতে বললে লাবনী খারাপ ব্যবহার করে এবং সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। রবিউল আরও জানান, তামিমের দাদা অসুস্থ হওয়ায় তিনি লাবনীকে ফোন করে ছেলেকে নিয়ে আসতে বলেন। কিন্তু তাতেও লাবনী আসেনি।
রবিউল বলেন, “অনেক চেষ্টার পর বৃহস্পতিবার জানতে পারি লাবনী সন্তান বিক্রি করে দিয়েছে। পরে আমি কৌশল করে লাবনীকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে আনি এবং ধরে বাড়িতে নিয়ে আসি। তখন সে তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে। এরপর আমি পুলিশকে জানাই।”
শিশুটির মা লাবনী আক্তার লিজা জানান, তার “মাথা ঠিক ছিল না”। তিনি মনির নামের একজনের সহায়তায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় তামিমকে বিক্রি করেন। সেই টাকা দিয়ে তিনি একটি মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ কিনেছেন। তিনি বলেন, “এইটা আমার ভুল হইছে।”
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর জানান, লাবনী নামে এক মা তার চার মাসের ছেলেকে বিক্রি করেছে বলে খবর পাওয়ার পর, ওসি তদন্ত রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল ও স্থানীয়দের সহায়তায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC