
রাইজিং কুমিল্লা ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লক্ষ্যে আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে 'গণভোট আইন' প্রণয়ন করা হবে বলে নিশ্চিত করেছেন আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে।'
এর আগে গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন যে, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কাজ করছে। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও তিনি ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে আরও উল্লেখ করেন, একই দিনে আয়োজন: "আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে।"
এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না এবং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।
ঘোষণা অনুযায়ী, গণভোটের দিন ভোটাররা ৪টি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে তাঁদের মতামত জানাবেন। এই প্রশ্নে জনগণ ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে তাঁদের রায় প্রদান করবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC