জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

৩ দিন বন্ধ ঘোষণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৩ দিন বন্ধ ঘোষণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৩ দিন বন্ধ ঘোষণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস পরীক্ষা আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা ৮ আগস্ট হতে ১০ আগস্ট ২০২৩ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় চবি অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

উল্লেখ্য, চট্টগ্রামে গত তিনদিনের ভারী বর্ষণের ফলে নগরীর বেশিরভাগ এলাকা ডুবে গেছে। শহরে চলছে নৌকা। সাঁতরিয়ে চলছে কর্মজীবী মানুষও। ভারী বর্ষণের কারণে যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।