চলতি মে মাসের প্রথম ৩ দিনে (১ থেকে ৩ মে) প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক হাজার ৬১৮ কোটি ৩২ লাখ টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।
গতকাল রোববার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৪ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার।
এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ১ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
গত এপ্রিল মাসে দেশে এসেছিল ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত মার্চে দেশে এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC