বুধবার ৩ সেপ্টেম্বর, ২০২৫

৩ টাকা কমল ১২ কেজির এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম

রাইজিং ডেস্ক

প্রতীকি ছবি/সংগৃহীত

বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা, যা গত মাসের তুলনায় ৩ টাকা কম। গত মাসে দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এই নতুন মূল্য ঘোষণা করেন। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, বেসরকারি এলপিজির প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৫ টাকা ৮৭ পয়সা (মূসকসহ)। এই হিসাব অনুযায়ী বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও নির্ধারিত হবে। একই সাথে, গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে, সরকারি কোম্পানিগুলোর সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে, যার মূল্য ৮২৫ টাকা।

আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করে থাকে বিইআরসি। বাংলাদেশে ২০২১ সালের এপ্রিল মাস থেকে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণের এই প্রক্রিয়া শুরু হয়।

আরও পড়ুন