বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
বুধবার (১৬ জানুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রিজভী আরও বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিনে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় শেরে-বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে দলের জাতীয় ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ফাতেহা পাঠ করবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।
এছাড়া, সারাদেশে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ করবে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC