মাত্র ২৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মালায়লাম অভিনেত্রী লক্ষ্মীকা সঞ্জীবন। শুক্রবার (১০ ডিসেম্বর, ২০২৩) সংযুক্ত আরব আমিরাতের শারজাতে তিনি মারা যান।
লক্ষ্মীকা শারজায় একটি ব্যাংকে কর্মরত ছিলেন। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীকা মালায়লাম সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মুখ ছিলেন। তিনি মালায়লাম শর্ট ফিল্ম ‘কাক্কা’র জন্য পরিচিতি পেয়েছিলেন। এই সিনেমায় তিনি পঞ্চমী নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়ায় পঞ্চমী চরিত্রটি।
‘পুজয়াম্মা’, ‘পঞ্চভারনাথথা’, ‘সৌদি ভেল্লাক্কাৎ, ‘উয়ারে’, ‘ওরু কুত্তানাদান ব্লগ’, ‘ওরু ইয়ামান্দান প্রেমকথা’ এবং ‘নিত্যহরিতা নয়াগান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন লক্ষ্মীকা সঞ্জীবন। তাকে সর্বশেষ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুন’ সিনেমায় দেখা গেছে।
লক্ষ্মীকার আকস্মিক মৃত্যুতে মালায়লাম বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC