
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের কোথাও কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে নতুন করে ৩৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, যার সংখ্যা ৭১ জন। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন।
এছাড়াও, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪৬ জন, খুলনা বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে চার জন এবং সিলেট বিভাগে সাতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩৩ জন ডেঙ্গু রোগী। এ বছর এখন পর্যন্ত মোট ২৬ হাজার ৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৭১ জনে। আক্রান্তদের মধ্যে ৫৯.১ শতাংশ পুরুষ এবং ৪০.৯ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১০৫ জন, যাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা।