বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত স্ত্রী ছবিটির সিক্যুয়েল গত ১৫ অগস্ট মুক্তি পেয়েছিল। দেখতে দেখতে ২০ দিন পেরিয়ে গিয়েছে। আর এই ২০ দিনে বক্স অফিসে রীতিমত ঝড়ো ব্যাটিং চালিয়েছে স্ত্রী ২।
মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে বাজিমাত করে ‘স্ত্রী টু’। ৭৮.১৯ কোটি রুপি (১১০ কোটি ৮৬ লাখ টাকার বেশি) বাজেটে নির্মিত হয়েছে ‘স্ত্রী টু’। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান ও জ্যোতি দেশপান্ডে। মুক্তির ১৫-১৬তম দিনে বক্স অফিস আয় খানিকটা কমেছিল। কিন্তু ১৭-১৮তম দিনে তা দ্বিগুণ বেড়ে যায়।
চলতি বছরে বেশ কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে এটি শীর্ষে। শুধু তাই নয়, চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায়ও সবার উপরে ‘স্ত্রী টু’।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির ২০ দিনে শুধু ভারতে ‘স্ত্রী টু’ আয় করেছে ৫৮৮ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৭১৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০১৩ কোটি ৫৫ লাখ টাকার বেশি)।
কেবল বক্স অফিসে নয়, দর্শক-সমালোচকরাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। রোটেন টমেটোসের তথ্য অনুসারে, ৯ জন সমালোচকের মধ্যে ৭৮ শতাংশ ইতিবাচক রিভিউ দিয়েছেন। দশের মধ্যে সিনেমাটির রেটিং দিয়েছেন ৬.৫। বলিউড হাঙ্গামা পাঁচের মধ্যে রেটিং দিয়েছে ৪.৫।
উল্লেখ্য, শ্রদ্ধা কাপুর-রাজকুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ।
অন্যদিকে সিনেমাটিতে বেশ কয়েকজন তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC