শনিবার ১৯ জুলাই, ২০২৫

টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষনের অভিযোগ, গ্রেফতার ১

প্রতীকি ছবি/সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগরে ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত মো. ছাত্তার মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

মো. ছাত্তার মিয়া একই ইউনিয়নের মেরকুটা গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা মৃত তোতা মিয়ার ছেলে।

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে শনিবার (১৯ জুলাই ২৫) গভীর রাতে নবীনগর থানা পুলিশের একটি টিম গ্রেফতার করেন। ধর্ষনের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৫ জুলাই ২৫) আনুমানিক বিকাল ৩.৩০ মিনিটে।

ভুক্তভোগী শিশুর মা জানান, আমার মেয়ে ঘরে এসে কান্না করলে বুঝতে পারি। তখন আমার আত্মীয়রা দ্রুত তাকে জরুরি চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা তার অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি রাখেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহীনূর ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, অভিযোগ পাওয়ার পর মো. ছাত্তারকে দ্রুত গ্রেফতার করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন