
নিজস্ব প্রতিবেদক
সরকারি, আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত এবং আধা-সরকারি সংস্থার জন্য ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার।
রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা জনসম্মুখে আনা হয়।
এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় আগামী বছরের সরকারি ছুটির তালিকাটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছিল।
আগামী বছর নির্বাহী আদেশে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।
ঐচ্ছিক ছুটি:
প্রজ্ঞাপনে কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রাখা হয়েছে।
কারা নিজস্ব নিয়মে ছুটি ঘোষণা করবে?
যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব আইনকানুন অনুযায়ী এই ছুটি ঘোষণা করবে।
এক নজরে ২০২৬ সালের ছুটির তালিকা:
২. নির্বাহী আদেশে ছুটি
ঐচ্ছিক যত ছুটি
| পর্ব | তারিখ | উপলক্ষ |
| মুসলিম পর্ব | ১৭ জানুয়ারি | শবে মেরাজ |
| ২৪ মার্চ | ঈদুল ফিতর (ঈদের পরের তৃতীয় দিন) | |
| ১ জুন | ঈদুল আজহা (ঈদের পরের চতুর্থ দিন) | |
| ১২ আগস্ট | আখেরি চাহার সোম্বা | |
| ২৪ সেপ্টেম্বর | ফাতেহা-ই-ইয়াজদাহাম | |
| হিন্দু পর্ব | ২৩ জানুয়ারি | সরস্বতী পূজা |
| ১৫ ফেব্রুয়ারি | শিবরাত্রি ব্রত | |
| ৩ মার্চ | দোলযাত্রা | |
| ১৭ মার্চ | হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব | |
| ১০ অক্টোবর | মহালয়া | |
| ১৮ ও ১৯ অক্টোবর | দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী) | |
| ২৫ অক্টোবর | লক্ষ্মীপূজা | |
| ৮ নভেম্বর | শ্যামা পূজা | |
| খ্রিষ্টান পর্ব | ১ জানুয়ারি | ইংরেজি নববর্ষ |
| ১৮ ফেব্রুয়ারি | ভস্ম বুধবার | |
| ২ এপ্রিল | পুণ্য বৃহস্পতিবার | |
| ৩ এপ্রিল | পুণ্য শুক্রবার | |
| ৪ এপ্রিল | পুণ্য শনিবার | |
| ৫ এপ্রিল | ইস্টার সানডে | |
| ২৪ ও ২৬ ডিসেম্বর | যিশুখ্রিষ্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) | |
| বৌদ্ধ পর্ব | ১ ফেব্রুয়ারি | মাঘী পূর্ণিমা |
| ১৩ এপ্রিল | চৈত্রসংক্রান্তি (তিন পার্বত্য জেলা ছাড়া অন্য সব জেলার জন্য) | |
| ৩০ এপ্রিল ও ২ মে | বুদ্ধপূর্ণিমা | |
| ২৯ জুলাই | আষাঢ়ী পূর্ণিমা | |
| ২৬ সেপ্টেম্বর | মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) | |
| ২৫ অক্টোবর | প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) | |
| ক্ষুদ্র নৃগোষ্ঠী | ১২ ও ১৫ এপ্রিল | বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব (পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত কর্মচারীদের জন্য) |
উল্লেখ্য, ২০২৪ সাল পর্যন্ত নির্বাহী আদেশে সাধারণ ছুটি ছিল ২২ দিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালে ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন করে ছুটি ঘোষণা করায় সাধারণ ছুটির সংখ্যা বেড়ে ২৮ দিন হয়। ২০২৬ সালেও এই ধারা বজায় রাখা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC