
রাইজিং স্পোর্টস
২০২৬ সালের আইপিএল নিলামকে ঘিরে ক্রিকেট মহলে উত্তাপ তুঙ্গে। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে প্রাথমিক নিলাম তালিকা, যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি ধরে নাম লিখিয়েছেন মোট ৪৫ জন আন্তর্জাতিক তারকা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ ও সম্ভাবনাময় ক্রিকেটাররা রয়েছেন এই তালিকায়।
বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও জায়গা করে নিয়েছেন ২ কোটি ভিত্তিমূল্যের তালিকায়। তার সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন, ভারতের রবি বিষ্ণোই ও ভেঙ্কটেশ আইয়ার, শ্রীলঙ্কার মথিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
অবাক করার মতো হলেও এই তালিকায় নেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নাম। গতবার পাঞ্জাব কিংস তাকে ৪.২ কোটিতে দলে নিয়েছিল। তবে ২০২৫ মৌসুমের মাঝপথে চোটে ছিটকে যাওয়ার পর তাকে ধরে রাখেনি দলটি। তার জায়গায় দলে নেওয়া মিশেল ওভেনকে এবার নিলামের আগেই রিটেইন করেছে পাঞ্জাব।
ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলি এবার আইপিএলে খেলছেন না। ফাফ ডু প্লেসিসের মতো সেও অংশ নেবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ২০১৮ থেকে টানা আট মৌসুম আইপিএলে খেলা মঈন সিএসকের হয়ে জিতেছেন দুটি শিরোপা।
নিলামের দীর্ঘ তালিকায় নেই কেকেআরের কিংবদন্তি অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আইপিএল থেকে অবসর নিয়ে এবার নতুন ভূমিকায় কেকেআরের পাওয়ার কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি।
২ কোটি রুপির ভিত্তিমূল্যের ৪৫ ক্রিকেটার
ভারত: রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আইয়ার
বাংলাদেশ: মুস্তাফিজুর রহমান
আফগানিস্তান: মুজিব উর রহমান, নাভিন উল হক
অস্ট্রেলিয়া: শন অ্যাবট, অ্যাশটন আগার, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরুন গ্রিন, জশ ইংলিশ, স্টিভ স্মিথ
ইংল্যান্ড: গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, জেমি স্মিথ
নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রউর্ক, রাচিন রবীন্দ্র
দক্ষিণ আফ্রিকা: জেরাল্ড কোৎজি, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, রাইলি রুশো, তাবরাইজ শামসি
নামিবিয়া: ডেভিড ভিসে
শ্রীলঙ্কা: ওয়ানিন্দু হাসারাঙ্গা, মথিশা পাথিরানা, মাহিশ থিকশানা
ওয়েস্ট ইন্ডিজ: জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC