জানুয়ারি ১৩, ২০২৫

সোমবার ১৩ জানুয়ারি, ২০২৫

২০২৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ল ১৬ দিন

Directorate of Primary Education (DPE)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

২০২৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। আজ রোববার (৩১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে।

এর আগে গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই তালিকায় দেখা যায়, ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার প্রেক্ষিতে ছুটি বাড়ানো হলো।

এদিকে আগের ও পরের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, প্রথম তালিকায় মোট ছুটি ছিল ৬০ দিন। সেই ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ৭ দিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি ৫ দিনের জায়গায় ৭ দিন করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদপ্তর।

অপরদিকে ২০ জুলাইয়ের আষাঢ়ী পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার একদিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে। সবমিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে ৭৬ দিন বাৎসরিক ছুটি রেখে তালিকনার প্রেক্ষিতে ছুটি বাড়ানো হলো।